ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

সেপ্টেম্বর থেকে বশেমুরবিপ্রবিতে অনলাইনে পরীক্ষা শুরু 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৯, ১৮ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে অনলাইন পরীক্ষা শুরুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। মঙ্গলবার ( ১৭ আগস্ট) একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: আব্দুর রউফ।

একাডেমিক কাউন্সিলের সভায় গৃহীত পরীক্ষা সংক্রান্ত নির্দেশনাসমূহ :

১. সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পরীক্ষা শুরু হবে। এক্ষেত্রে পরীক্ষার রুটিন তৈরির দায়িত্ব বিভাগগুলোর নিকট প্রদান করা হয়েছে। প্রথমে চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

২. পরীক্ষার্থীদের জন্য আগামী ২ দিনের মধ্যে ওয়েবসাইটে ভর্তি ও রেজিস্ট্রেশন ফরম আপলোড করা হবে। সকল শিক্ষার্থীকে আগস্টের মধ্যেই ফরম পূরণ কার্যক্রম শেষ করতে হবে৷ এক্ষেত্রে পরীক্ষার জন্য প্রয়োজনীয় ফি বিশ্ববিদ্যালয় খোলার পরে নেয়া হতে পারে।

৩. পরীক্ষার সময় ক্যামেরা অন রাখতে হবে।নিরবিচ্ছিন্নভাবে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে হবে। কোনো কারণে ইন্টারনেট বিচ্ছিন্ন হলে ৫ মিনিটের মধ্যে নীতিমালা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে অবগত করতে হবে।

৪. ২ ঘন্টায় ৪০ মার্কসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উত্তরপত্রের ছবি তুলে পিডিএফ ফাইল আকারে ১৫ মিনিটের মধ্যে জমা দিতে হবে এবং লিখিত পরীক্ষা শেষে ২০ নম্বরের ভাইভা অনুষ্ঠিত হবে।

এছাড়া পরীক্ষার বিস্তারিত নীতিমালা আগামীকাল (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি